প্রিয় পাঠক বন্ধুরা টাকা সঞ্চয় করার গুরুত্ব কি? Importance Of Saving Money সম্পর্কে কি আপনারা জানেন ? না জানলে অবস্যই লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন। টাকার গুরুত্ব বা সঞ্চয়ের গুরুত্ব যেটাই বলেন একটা মানুষের জন্য এই জিনিসটি অত্যান্ত জরুরী। চলুন তাহলে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সঞ্চয় কি?
সঞ্চয়ের সংজ্ঞা অনেকভাবেই দেওয়া যায়। অর্থনীতির ভাষায় আমরা না ই বা বললাম। বলতে গেলে আপনার আয়ের যে অংশ যা আপনার এখন খরচ হচ্ছে না অথবাা খরচের পর অবশিষ্ট অর্থই সঞ্চয় যা আমরা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করি। অর্থাৎ,আয়-ব্যায়=সঞ্চয়।
সঞ্চয় করা প্রয়োজন কেন ?
বন্ধুরা সঞ্চয় কি তা আপনাদের বলেছি এখন নিশ্চয় প্রশ্ন আসতে পারে সঞ্চয় করা প্রয়োজন কেন? কেন ই বা আমরা সঞ্চয় করতে যাবো? প্রাচীন কাল থেকেই মানুষ বিভিন্ন ভাবে সঞ্চয় করে আসছে। হয়তো তখন টাকা পয়সা ছিলো না। কিন্তু মানুষ শিকার করে সেটা সঞ্চয় করে রাখতো ভবিষ্যতের প্রয়োজন মেটানোর জন্য। সঞ্চয় কেন প্রয়োজন এ কথা যদি বলতে হয় তবে তার আগে বলতে হয় সঞ্চয় কেন প্রয়োজন না ? মানুষের বিপদে একন পৃথিবীর একমাত্র আপনজন হলো অর্থ আর তা যদি সঞ্চিত না থাকে তাহলে সেই বিপদে পাশে থাকার মতে তেমন কেউ থাকে না। মূলত সঞ্চয়ের গুরুত্ব আলোচনা করার মতো বিষয় না। কারণ এ বিষয়ে আমরা জানি না এমন কিছু নেই। আমরা সবাই বুঝি Savings এর প্রয়োজনীয়তা কত। কিন্তু আমাদের ভেতর বেশিরভাগ মানুষই এই প্রয়োজনটা বুঝেও সে অনুযায়ী কাজ করতে পারে না। ছোটবেলায় আমাদের বাবা-মা আমাদের মাটির ব্যাংক কিনে দিত সঞ্চয় করার জন্য। তাহলে দেখুন আমরা ছোটবেলা থেকেই শিখছি সঞ্চয় করা।
বর্তমান সময়ে সব মানুষ এক রকম আয় করে না। ভিন্ন ভিন্ন পেশায নিয়োজিত ব্যক্তিরা ভিন্ন ভিন্ন ভিন্ন পরিমাণে অর্থ উপার্জন করে থাকে। কিন্তু সঞ্চয়ে প্রয়জনীয়তা সবার কাছে সমান। একজন অনেক বেশি পরিমাণে উপার্জন করছে বলে তার সঞ্চয়ের কোন প্রয়োজন নেই বিষয়টি এমন না। কারণ যার উপার্জন যত বেশি তার জীবন-যাপন খরচও তত বেশি। ধরুন আপনি মাসে 1 লক্ষ টাকা আয় করেন অপর পক্ষে আপনার বন্ধু মাসে 10 হাজার টাকা আয় করে। এখন আপনার আয় বেশি হতে পারে কিন্তু আপনি একটু ভেবে দেখুন এই এক লক্ষ টাকা আপনি যদি প্রতি মাসেই খরচ করেন আর একটুও সঞ্চয় না করেন তাহলে এমন সময় যদি আসে আপনি কোন বিপদে পড়লেন বা আপনার ঐ আয়ের উৎস শেষ হয়ে গেলো । তখন আপনি কি করবেন ? শুধুমাত্র তাই নয় সঞ্চয় শুধু মাত্র বিপদের জন্য তা না। আপনি প্রতি মাসে যদি কিছু পরিমাণ টাকা জমাতেন তাহলে আপনার কাছে কিছু পরিমাণ অর্থ থাকতো এবং তা দিয়ে আপনি আপনার আয়ের উৎসও বাড়াতে পারেন। মাসে 10 হাজার টাকা উপার্জন করা ব্যক্তি যদি প্রতি মাসে কিছু টাক সঞ্চয় করে এবং উক্ত সঞ্চয় দিয়ে সে চাইলেই নতুন কোন ব্যবসা বা টাকা উপার্জনের পথ তৈরী করতে পারে। তখন তার মাসেক উপার্জন 10 হাজার থেকে বেড়ে যাবে। এভাবে সঞ্চয় আমাদের উপার্জন বাড়াতের সাহায্য করে।
সঞ্চয় করা কেন প্রয়োজন তার কয়েকটি পয়েন্ট আমি নিচে দিয়ে দিলাম:
- সঞ্চয় আপনার বিপদের বন্ধু হবে।
- সঞ্চয় আপনার মনোবল বাড়াতে সাহায্য করবে।
- সঞ্চয় আপনার আরের আরো একটি উৎস হতে পারে।
- একটি নতুন ব্যবসা শুরু করতে আপনার সঞ্চয়ের প্রয়োজন হবে।
- অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলা করার জন্য সঞ্চয় প্রয়োজন।
- অবসর জীবনে আপনার সঞ্চয়ের প্রয়োজন হবে।
সঞ্চয় করা আমাদের জন্য অত্যান্ত জরুরী হলেও আমরা বেশিরভাগ মানুষ সঞ্চয় করতে পারিনা। আসলে এটি একটি অভ্যাসের ব্যপারও বটে। কেউ কেউ বলতে পারেন আপনার সামান্য আয় তাই আপনি সঞ্চয় করতে পারছেন না। ধারণাটি একদমই ভুল। অল্প আয়ের মধ্যে অল্প সঞ্চয় হবে। সঞ্চয় করার কিছু টিপস আছে আমার কাছে আপনার যদি জানার আগ্রহ থাকে কি কি উপায়ে আপনি সঞ্চয় করতে পারবেন তাহলে অবস্যই কমেন্ট এ আমাকে জানান আমি পরবর্তীতে সঞ্চয় করার কিছু কৌশল আপনাদের মাঝে শেয়ার করবো।
1 মন্তব্যসমূহ
Savings is important for our life
উত্তরমুছুন