প্রিয় পাঠক আজকে আমরা বাংলাদেশের সেরা 10টি এনজিও প্রতিষ্ঠানের নাম জানতে চলেছি। তালিকাটি তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানের শাখার উপর ভিত্তি করে। আর একটি কথা না বললেই নয় তা হলো এখানে গ্রামীন ব্যাংক (Grameen Bank) এর নাম বাদ দেওয়া হয়েছে কারন এটা এখন আর এন.জি.ও নেই এটি এখন ব্যংক এর নামের তালিকাতে রয়েছে। তাহলে চলুন দেখে আসি বাংলাদেশের সেরা NGO কোনগুলো।
বাংলাদেশের সেরা 10টি এনজিও প্রতিষ্ঠানের নামের তালিকা ঃ
আশা (ASA)
বাংলাদেশের সেরা এন.জি.ও এর কথা বলতে গেলে প্রথমেই আশা (ASA) এর কথা উল্লেখ করতে হবে। কারণ আশার কার্যাবলী সুবিশাল। আশা সারাদেশে 66930টি গ্রাম, উপজেলা 511 এবং সকলজেলা নিয়ে কাজ করে। আশা NGO তে ক্ষুদ্রঋণ খাতে পুরুষ কর্মী 21869 জন এবং মহিলা কর্মীর সংখ্যা 2917 জন। ক্ষুদ্রঋণ কার্য ক্রমে আশাতে মোট 24786 জন কর্মী কাজ করে। বাংলাদেশে আশার মোট শাখা 3073টি। তাদের সদস্য সংখ্যা 6.8 বিলিয়ন, ঋণ বিতরণ করা 310 বিলিয়ন এবং এখন পর্যন্ত ঋণস্থীতি 170 বিলিয়ন। আশা সম্পর্কে কথা বলতে গেলে 1টি পোষ্টের মাধ্যমে বলা সম্ভব না। তাই যে কোন তথ্যের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেতে পারেন। আশার ওয়েব সাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।
ব্রাক (BRAC)
ব্রাক একটি আর্ন্তজাতিক দাতা সংস্থা। ব্রাক এর প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ 1972 সালে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে ব্রাক প্রতিষ্ঠা করেন। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা জনস্বাস্থ্য, ত্রাণ ইত্যাদি কার্যক্রম ব্রাক পরিচালনা করে। ব্রাকের এ কার্যক্রম শুধুমাত্র বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। আগেই বলেছি এটি একটি আর্ন্তজাতিক সংস্থা। এশিয়া মহাদেশের ভেতর বাংলাদেশ, আবগানস্থান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল ও মায়ানমার এই দেশগুলো নিয়ে ব্রাক কাজ করে। এছাড়াও আফ্রিকার ভেতর উগান্ডা, তানজেনিয়া, দক্ষিণ সুদান, লাইবেরিয়া, সিয়েরা লিয়ন ইত্যাদি দেশজুড়ে ব্রাকের কার্যক্রম অব্যাহত রয়েছে। ব্রাকে সম্পর্কে আরো জানতে ব্রাকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
বুরো বাংলাদেশ (Buro Bangladesh)
Buro Bangladesh এর সম্পূর্ণ অর্থ Basic Unit for Resources and Opportunities of Bangladesh. আশার মতো এই এন.জি.ও টি ও বাংলাদেশের 64টি জেলাতেই কাজ করে। এদের আছে 1070 টি শাখা যার মাধ্যমে তারা সারা বাংলাদেশে ক্ষুদ্রঋণ বিতরণ করে থাকে। এদের প্রায় 2.5 মিলিয়ন গ্রাহক রয়েছে সারা দেশে। এই এন.জি.ও তে প্রায় 10000 কর্মী কাজ করে থাকে। একটি এনজিওর মান নির্ধারণ করা হয় তাদের সঞ্চয়ের উপর ভিত্তি করে। সঞ্চয় যার যত বেশি তাদের টিকে থাকার সম্ভাবনা তত বেশি। বুরো বাংলাদেশের সঞ্চয়ের কথা যদি বলি তাহলে বলতে হয় 2966 কোটি টাকা এদের সঞ্চয় রয়েছে। এটি অবস্যই একটি ভালো মানের NGO. অন্য দিকে যদি বলতে যায় ঋণ নিতে গেলে বুরো বাংলাদেশদের মতো এতো সহজ লোন আর কোন এন.জি.ও দেয় কি না আমার জানা নেই। বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিতে গেলে বিভিন্ন ঝামেলার মধ্যে দিয়ে লোন প্রসেস করা লাগে কিন্তু এই সংস্থায় আপনি খুজ সহজেই ঋণ গ্রহণ করতে পারবেন। আর এদের ঋণের সিলিংও ভালো। আমরা আমাদের আশেপাশে যেত এনজিও দেখতে পায় এরা আমাদের প্রথম ধাপে খুবই অল্প পরিমাণে ঋণ দিয়ে থাকে যা দিয়ে আমাদের প্রয়োজন অনেকসময় মিটে না। এক্ষেত্রে আপনি Buro Bangladesh থেকে ঋণ নিতে পারেন। এরা প্রথমেই আপনাকে খুবই অল্প পরিমানে সঞ্চয়ের ভিত্তিতে খুব বড় পরিমাণে ঋণ দিবে। বুরো বাংলাদেশ সম্পর্কে আরো বিস্তারিত জানত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
টিএমএসএস (TMSS)
Top 10 NGO এর কথা বলতে গেলে চার নম্বর এ টিএমএসএস এর কথা বলতে হয়। টিএমএসএর এর সম্পর্ণ অর্থ হলো Thengamara Mohila Sabuj Sangha (TMSS). এরা বর্তমানে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে সারা বাংলাদেশে কাজ করছে। TMSS বিভিন্ন Working Sector এ কাজ করে যেমন: Education Sector, Microfinance Progamme, Health Sector, ICT Sector, Human Rights, Human Resource, Social Enterprices, Climate Change, Food Security & Livelihood etc. এই এন.জি.ও টি সবদিক থেকে ভালো হলেও বিভিন্ন তথ্য সূত্রে জানতে পেরেছি এই সংস্থায় যারা কাজ করে তাদের প্রতি বিভিন্ন ভাবে প্রতিষ্ঠান কর্তৃক অনিয়ম করা হয়। যদিও এই কথাটির কোন ভিত্তি নেই তাই এ বিষয়ে খুব বেশি কিছু বলতে চাই না। সে সব প্রতিষ্ঠান কর্মীদের প্রতি অনিয়ম বা বিভিন্নভাবে অত্যাচার করে সে সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবস্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি সে সব প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো। এই প্রতিষ্ঠান সম্পর্কে আরো জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারে। ভিজিট করতে এখানে ক্লিক করুন।
শক্তি ফাউন্ডেশন (Shakti Foundation)
শক্তি ফাউন্ডেশন (Shakti Foundation) প্রথম দিকে মোটামুটি ধরণের প্রতিষ্ঠান থাকলেও বর্তমানে সেরা 10টি এন.জি.ও এর তালিকা প্রকাশ করা হলে এটি পাঁচ নম্বরে থাকবে। এই প্রতিষ্ঠানটি খুব দ্রুত উন্নতি লাভ করেছে।
এসএসএস (SSS)
Society Of Social Service (SSS) এনজিও এখানে ছয় নম্বরে অবস্থান করছে। এরা সারা বাংলাদেশেই তাদের কার্যক্রম পরিচালনা করে। 408 টি শাখা রয়েছে এই সংস্থাটির।
উদ্দীপন (UDDIPAN)
UDDIPAN এর সম্পূর্ণ অর্থ United Development Initiatives For Programmed Actions. এদের 337টি শাখা রয়েছে। এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত।
পিএমকে (PMK)
Polli Mongal Karmosuchi (PMK) সংস্থাটি বাংলাদেশের সেরা 10টি এনজিও এর মধ্যে 8 নম্বরে অবস্থান করছে। এদের প্রধান কার্যালয় ঢাকা এবং এরা 254টি শাখা পরিচালনা করে।
আর.ডি.আর.এস বাংলাদেশ (RDRS Bangladesh)
সাজেদা ফাউন্ডেশন (SAJIDA Foundaion)
বাংলাদেশের সেরা 10টি এনজিওর তালিকায় 10 নম্বরে স্থান পায় সাজেদা ফাউন্ডেশন। এদের মোট শাখার সংখ্যা 228টি।
- এনজিও কর্মীর জীবনচক্র (Life Cycle Of NGO Workers)
- এম.আর.এ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানসমূহের তালিকা (List of NGO institutes which got MRA Licence)
প্রিয় পাঠক আমরা আপনাদের মাঝে বিভিন্ন তথ্য শেয়ার করি যেন আপনারা উপকৃত হন। Finance71 ওয়েবসাইটের কোন পোষ্টে আপনাদের মতামত পেশ করার জন্য নিচের কমেন্ট সেকশন থেকে কমেন্ট করতে পারেন।
0 মন্তব্যসমূহ