Subscribe Us

এম.আর.এ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানসমূহের তালিকা (List of NGO institutes which got MRA Licence)

আজগের পোষ্টের মাধ্যমে আপনারা এম.আর এ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্টানগুলোর নাম জানতে পারবেন । আপনারা এর আগে অবস্যই বুঝতে পেরেছেন এম.আর.এ কি? MRA থেকে সনদপত্র কেন প্রয়োজন হয়? ইত্যাদি। এই তালিকাটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এটি Dawnload করে নিতে পারেন। আমি তালিকার নিচে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব।

এম.আর.এ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানসমূহের তালিকা (List of NGO institutes which got MRA Licence)

বি.দ্রঃ এই তালিকাগুলো বিভিন্ন সময়ে আপডেট করা হয়। এই লিষ্টটি বর্তমন সময়ের জন্য কার্যকর। আপডেট লিষ্ট পেতে ভিজিট করতে পারে এম.আর.এ (মাইক্রক্রেডিট রেগুলারিটি অথরিটি) এর অফিসিয়াাল ওয়েব সাইটে। ভিজিট করতে এখানে ক্লিক করন।

এছাড়াও যে কোন প্রয়োজনে Microcredit Regulatory Authority এর হটলাইন নম্বর- 16133 এ যোগাযোগ করতে পারেন।

এখনো পর্যন্ত MRA এর লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের তালিকা



উপরের PDF File টি Dawnload করতে নিচে Download বাটনে ক্লিক করুন ।
MRA সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের নামের তালিকা ডাউনলোড

প্রিয় পাঠক বৈধ প্রতিষ্টানের যেমন এম.আর.এ প্রদত্ত সনদ থাকে তেমন কোন কারণে কোন প্রতিষ্ঠান যদি এম.অর.এ এর নির্ধারিত নিতিমালা ভঙ্গকরে তাহলে উক্ত প্রতিষ্ঠানের সনদপত্র বাতিল হয়ে যায়। নিচে আমি সে সমস্ত প্রতিষ্ঠানের নামের তালিকা দিচ্ছি। প্রয়োজন পড়লে ডাউনলোডও করে নিতে পারেন।

যেসকল প্রতিষ্ঠানের সনদ বাতিল হয়েছে তাদের নামের তালিকাঃ


 
উপরের PDF File টি Dawnload করতে নিচে Download বাটনে ক্লিক করুন ।
MRA লাইসেন্স বাতিল হয়েছে এমন প্রতিষ্ঠানের নামের তালিকা ডাউনলোড

প্রিয় পাঠক আমরা অর্থনীতি সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করি। লেখার ভেতর কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে অবস্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তিতে আমরা তা সংশোধন করবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ